শারীরিক অক্ষমতা দমাতে পারেনি তাঁকে
এজাজ আহম্মেদ, রাজবাড়ী তিনি শারীরিক প্রতিবন্ধী। এক পায়ে শক্তি পান না। এখন বয়সের কারণে হাঁটাচলা করতেও পারেন না। তাঁর চলার সঙ্গী ভ্যান বা হুইলচেয়ার। কিন্তু সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হওয়ার ক্ষেত্রে তাঁর জুড়ি নেই। তিনি কখনো সকাল ১০টার পরে বিদ্যালয়ে আসেন না। আবার বিকেল চারটার আগে কখনো বিদ্যালয় থেকে বের হন না। পুরো নাম মো. ছিদ্দিকুর..