‘শিক্ষকেরা জাতি গঠনের মৌলিক কারিগর। তাঁদের হাত ধরেই গড়ে ওঠে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম। অথচ দেশে বর্তমানে শিক্ষকেরা অবমূল্যায়ন ও অবহেলার শিকার। শিক্ষকদের সম্মান না দিলে সে সমাজ এগিয়ে যেতে পারে না।’
‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন উপস্থিত বক্তারা। আজ সোমবার সন্ধ্যায় নগরের এম এম আলী সড়কে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে চট্টগ্রাম অঞ্চলের এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশে চট্টগ্রামের শিক্ষক, সাহিত্যিক, লেখকসহ নানা শ্রেণি-পেশার সুধীজন আলোচনায় অংশ নেন। ২০১৯ সাল থেকে প্রিয় শিক্ষক সম্মাননা দেওয়া শুরু হয়। এ বছর পঞ্চমবারের মতো এই সম্মাননা দেওয়া হবে আগামী অক্টোবর মাসে।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় সুধী সমাবেশে বক্তব্য দেন আইপিডিসির চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট ক্লাস্টারের প্রধান অনির্বাণ সরকার, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রামের সাবেক শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যাপক নাইমা সেহেলি, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন মহি, শিক্ষক বৃজেট ডায়েস, মাসুদ চৌধুরী, অনুপমা অপরাজিতা, রায়হানা হাসিব, আজাদ ইকবাল পারভেজ, শামীম আহমেদ প্রমুখ।
আইপিডিসির চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট ক্লাস্টারের প্রধান অনির্বাণ সরকার বলেন, ‘শিক্ষকেরা আমাদের কতটা প্রিয় এবং আমাদের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন, সেটি একটি অনুষ্ঠান করে বোঝানো সম্ভব নয়। আমার বাবা, মা, বড় বোন ও স্ত্রী সবাই শিক্ষক। তাই সব সময় এই অনুষ্ঠানে আমি এসেছি। আইপিডিসির পক্ষ থেকে আমরা শিক্ষকদের জন্য নতুন কিছু করতে চাই সব সময়। সবার প্রিয় শিক্ষক হয়তো বেঁচে নেই, তাই মরণোত্তর সম্মাননাও চাইলে দেওয়া যেতে পারে।’

সুধী সমাবেশে ‘আখতার স্যার’ ও ‘মজুমদার স্যার’ শিরোনামে দুটি ভিডিও চিত্র দেখানো হয়। শিক্ষকদের প্রতি সম্মান জানানো ভিডিও চিত্র দেখে উপস্থিত অতিথিরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা।
আয়োজকেরা জানান, শিক্ষকদের সম্মান জানাতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও প্রথম আলোর যৌথ উদ্যোগে পঞ্চমবারের মতো শুরু হয়েছে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’। এবার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক—এ দুই ক্যাটাগরিতে মনোনয়ন দেওয়া যাবে। চলতি বছর এ দুই ক্যাটাগরি থেকে মোট সাতজন শিক্ষককে ‘প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’ দেওয়া হবে। এই সম্মাননার জন্য মনোনয়নযোগ্য শিক্ষক হতে হলে তাঁর বয়স কমপক্ষে ৪০ বছর হতে হবে। কর্মরত বা অবসরপ্রাপ্ত—উভয় অবস্থায়ই মনোনয়নযোগ্য।

আগ্রহী ব্যক্তিরা অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে মনোনয়ন জমা দিতে পারবেন। মনোনয়নদাতা ও শিক্ষক উভয়কেই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একজন ব্যক্তি সর্বোচ্চ তিনজন শিক্ষককে মনোনয়ন দিতে পারবেন। তবে মনোনয়নকারী ও মনোনীত ব্যক্তি একই পরিবারের সদস্য হলে তা বাতিল বলে গণ্য হবে।