মাসুকা বেগম
শিক্ষক
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
(২ জানুয়ারি ১৯৮৫—২২ জুলাই ২০২৫)
নিবেদিতপ্রাণ শিক্ষক মাসুকা বেগম ছিলেন এক নিরহংকার ও উদার মনের মানুষ, যিনি শিক্ষাকে দেখেছিলেন আলোর মতো—যা ছড়িয়ে দিতে হয় নিঃস্বার্থভাবে। শিশুদের মধ্যে সেই আলোর বার্তা পৌঁছে দিতে তিনি আজীবন আন্তরিক ছিলেন। তাঁর প্রতিটি পাঠ ছিল ভালোবাসা, দায়িত্ববোধ ও মমতায় পূর্ণ। তাঁর উপস্থিতি শিক্ষার্থীদের জন্য ছিল আশার উৎস আর সহকর্মীদের কাছে এক শ্রদ্ধার নাম।
ব্রাহ্মণবাড়িয়ার পূর্ব মেড্ডায় জন্মগ্রহণ করেন মাসুকা বেগম। ২০০১ সালে গভ. মডেল হাইস্কুল থেকে এসএসসি এবং ২০০৩ সালে সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া থেকে এইচএসসি পাস করেন। এরপর ২০০৭ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক এবং ২০০৮ সালে ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর করেন। শিক্ষাদানে আরও দক্ষতা অর্জনের লক্ষ্যে ২০২৫ সালে বিএড সম্পন্ন করেন।
তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রাইমারি সেকশনের ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অল্প সময়েই কোমল আচরণ, নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে হয়ে ওঠেন সবার প্রিয়।
ব্যক্তিজীবনে অবিবাহিত মাসুকা বেগম ছিলেন পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল। বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী, প্রয়াত মা সমীরণ বেগম, ভাই কাউসার আহমেদ চৌধুরী ও বোন পাপড়ি রহমান ছিলেন তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
২০২৫ সালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় এই নিবেদিতপ্রাণ শিক্ষকের অকালপ্রয়াণ শিক্ষাঙ্গন ও শিক্ষার্থীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর শিক্ষা, অবদান ও মমত্ববোধের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁকে ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২৫’-এ মরণোত্তর সম্মাননা প্রদান করা হচ্ছে।
আমরা তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালোবাসা জানাই।